বাংলাদেশে পাঠানোর জন্য ভারতীয় কৃষকদের কাছ থেকে ১,৬৫০ টন পেঁয়াজ কিনছে দেশটির সরকার।
দেশটির রপ্তানি সংস্থা ন্যাশনাল কো অপারেটিভ এক্সপোর্ট লিমিটেড (এনসিইএল) পুরো প্রক্রিয়াটি সমন্বয় করছে। প্রতি কেজি ২৯ রুপি (৩৯ টাকা) দরে এই পেঁয়াজ বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে ভারতের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, গেল সপ্তাহে মন্ত্রণালয় পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় কৃষকদের কাছ থেকে এরই মধ্যে পেঁয়াজ কেনা শুরুও করেছে সরকার। শিগগিরই বাংলাদেশসহ কয়েকটি দেশে এই পেঁয়াজ পাঠানো হবে।
খবরে আরও বলা হয়, রমজানে চাহিদা বেড়ে যাওয়ায় পেঁয়াজের পুরোনো ক্রেতা বাংলাদেশ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর বাজারে মসলাজাতীয় ফসলের দাম ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে ভারত থেকে প্রতিদিনই পেঁয়াজ পাচার হচ্ছে।
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন রপ্তানিকারকরা। সেখানে তারা উল্লেখ করেছেন, গত ৮ ডিসেম্বরের নিষেধাজ্ঞার পর থেকে ভারতের অভ্যন্তরীণ বাজারে যত পেঁয়াজ ছিল, তার প্রায় ৫০% চোরাই পথে বিদেশে চলে গেছে।
এনসিইএলের অধীনস্থ সংস্থা হর্টিকালচার এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের (হেপা) প্রেসিডেন্ট অজিত শাহ বলেন, ‘‘আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। প্রতি বছরেই মার্চ-এপ্রিলে আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের ঘাটতি দেখা দেয়।’’
তিনি আরও বলেন, ‘‘এত দিন ভারতীয় পেঁয়াজ ওই ঘাটতি সামাল দিলেও সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় ঘাটতি বেড়েছে। তবে মে মাসে মিশর-তুরস্ক থেকে পেঁয়াজের চালান আসা শুরু হবে। সেসময় দামও স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।’’