চট্টগ্রাম নগরীর খুলশী থানার গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯ টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
খুলশী থানার ওসি রুবেল হাওলাদার বলেন, রাতে দুর্বৃত্তরা বাসে অগ্নিসংযোগ করেছে। কারা এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মঙ্গলবার থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই ঘটনার আগেই সোমবার রাতে চট্টগ্রামে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো। এর আগে, রবিবার বিএনপির ডাকা হরতাল কর্মসূচিতে বিএনপি নেতাদের দেখা যায়নি।