চট্টগ্রামের কর্ণফুলী এলাকার এস আলম গ্রুপের চিনিকলের গুদামে লাগা আগুন এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
মঙ্গলবার সকালেও গুদামের ভেতরে আগুনের ফুলকি দেখা যাচ্ছে। আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক।
তিনি বলেন, “আগুন তেমন আর নেই। মাঝেমধ্যে ফুলকি দেখা যাচ্ছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।”
এর আগে, সোমবার বিকেল ৩টা ৫৩ মিনিটে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করে সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর পৃথক দল। সোমবার রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ওই চিনিগুলোতে আজ সকালেও আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়া ঘটনাস্থলে নিয়োজিত ছিল র্যাব ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য।
পবিত্র রমজান মাস ঘিরে বিপুল পরিমাণ চিনি আমদানি করেছিল এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পরিশোধিত ও অপরিশোধিত ১ লাখ মেট্রিক টন চিনি রাখা ছিল ওই চিনিকলে।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিভাগীয় কমিশনার কার্যালয়। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানকে।