ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করার জন্য চীন যদি তাদের অবস্থান পরিবর্তন না করে তবে পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ।
সাংবাদিকদের সাথে আলাপকালে স্টলটেলবার্গ বলেন, রাশিয়াকে সমর্থনের পাশাপাশি ইউরোপীয় মিত্রদের সাথে সুসম্পর্ক রাখার যে চেষ্টা করছে চীন, তা সফল হবে না। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ কমানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এর আগে, মস্কোর দাবি করা অঞ্চল থেকে ইউক্রেনকে সরে যেতে হবে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে আহ্বান জানান, যুক্তরাষ্ট্র ও ন্যাটো তা প্রত্যাখ্যান করে।
পাশাপাশি, পুতিনের কঠোর শর্ত প্রত্যাখ্যান করে ইউক্রেনও।