সম্প্রতি আরব সাগরে ‘এম ভি চিম প্লুটো’ ও লোহিত সাগরে এমভি ‘শাই বাবাতে’ ড্রোন হামলা চালানো হয়।
এম ভি চিম প্লুটোতে ২০ জন ভারতীয় ও ভিয়েতনামি নাবিক ছিলেন। হামলার শিকারের পর ভারতীয় যুদ্ধ জাহাজ আরব সাগর থেকে জাহাজটিকে উদ্ধার করে আনে। হামলার এ ঘটনায় হামলাকারীদের প্রয়োজনে সমুদ্রের নিচ থেকেও খুঁজে বের করার হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী।
জানা গেছে, ভারতীয় জাহাজে হামলার এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের আল জুবেইল বন্দর থেকে ভারতের নিউ মেঙ্গালুরু বন্দরগামী জাহাজে হামলার পর, তিনি হামলাকারীদের প্রয়োজনে সমুদ্রের নিচ থেকেও খুঁজে বের করবেন।
স্পষ্টত এ হামলায় কারা জড়িত তা বোঝা না গেলেও, ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এ হামলা চালাতে পারে। তবে যুক্তরাষ্ট্র এ হামলায় ইরানকে দায়ী করছে।
এদিকে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, জাহাজে পরপর হামলার পরিপ্রেক্ষিতে আরব সাগরে তিনটি ‘গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার’ শ্রেণির জাহাজ মোতায়েন করেছে তারা। এর ফলে এই ধরনের হামলার সম্ভাবনা কমবে বলে আশা ভারতের। ওই এলাকায় নজরদারির জন্য বিমানও ব্যবহার করবে নৌবাহিনী।