নরওয়ের পার্লামেন্টে গতকাল বুধবার (৩ এপ্রিল) বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে হুমকিটি পাওয়া গেছে।
এ ঘটনায় পার্লামেন্ট ভবন স্টরটিং-এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারি সূত্রের বরাতে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
নরওয়েজিয়ান দৈনিক ভিজি জানিয়েছে, নরওয়েজিয়ান পার্লামেন্ট স্টরটিংয়ে এমন হামলার হুমকি পাওয়ার পর সেখানে উচ্চ নিরাপত্তা ব্যবস্থাসহ পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ বিভাগের পক্ষে গ্যাব্রিয়েল ল্যাংফেল্ড জানিয়েছেন, যে তাদের কাছে ‘তৃতীয় পক্ষের জন্য বিপদ আছে এমন কোন তথ্য নেই’ এবং ‘কেউ আহত হয়েছে এমন কোন তথ্য নেই।’
স্টরটিয়ের নিরাপত্তা বিভাগের প্রধান পাল মুঙ্ক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকিটি পাওয়া গেছে। পুলিশ স্থানীয় সময় ৩ এপ্রিল বুধবার সকাল ৯টা ৪৮ মিনিটে হুমকি সংক্রান্ত প্রতিবেদন পেয়েছে, ভিজি জানিয়েছে।