পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।
৫ ফেব্রুয়ারি সোমবার ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস স্বাক্ষরিত এক চিঠিতে এই শুভেচ্ছা জানানো হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
আমাদের ফাউন্ডেশন একটি অন্তর্ভুক্তিমূলক আধুনিক ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সরকারের এক্সেস টু ইনফরমেশন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা করছে এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করে যাচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, আমাদের ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল এই বছর বাংলাদেশ সফরে যাবে এবং আমরা আশা করি বাংলাদেশ সরকারের প্রধান ব্যক্তিত্বদের সাথে আমরা বৈশ্বিক উন্নয়ন এবং স্বাস্থ্য বিষয়ে আলোচনা করতে পারবো। আশা করছি আমাদের অংশীদারিত্ব দীর্ঘস্থায়ী হবে এবং একসাথে আমরা আমাদের পারস্পরিক লখ্যগুলো অর্জন করতে সক্ষম হবো।
সুত্র: উত্তরণবার্তা