যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি শপিংমলে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন।
আহত হয়েছেন বেশ কয়েকজন।স্থানীয় সময় শনিবার বিকালে অরল্যান্ড থেকে ৮০ মাইল উত্তর-পশ্চিমে প্যাডোক শপিং মলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হামলার পর অস্ত্র ফেলে পালিয়ে যায় হামলাকারী।
আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ওই শপিং মল খালি করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। তবে বড়দিনের দু’দিন আগে এ ধরনের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে স্থানীয়রা।