ধ্বংস করে দেয়া এক জনপদের নাম অবরুদ্ধ গাজা। দখলদার ইসরাইলী বাহিনী দীর্ঘদিন সেখানে হাজার হাজার টন বোমা ফেলেছে।
যার নীচে চাপা পড়েছে হাজার হাজার মানুষ, ঘর-বাড়ী, হাসপাতাল, স্কুল কলেজ ও হাট-বাজার। বলা যায় সেখানে এখন আর মানুষের বসবাসের কোনো স্থান নেই। বাতাসে রারুত ও লাশের গন্ধা। সেই জনপদে আবারো ফুল পোটাতে চায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। তারা যুদ্ধা চালিয়ে যাচ্ছে ইসরাইলের বিরুদ্ধে।
এদিকে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার তার বাহিনীর সদস্যদের সাথে সাক্ষাত করতে সুড়ঙ্গ ছেড়ে ওপরে চলে এসেছিলেন বলে খবর পাওয়া গেছে। হামাসের একটি সিনিয়র সূত্র আল-আরাবি আল-জাদিদকে বুধবার এই তথ্য জানান।
সূত্রটি জানায়, সিনওয়ার ‘সম্প্রতি প্রতিরোধ বাহিনী এবং দখলদার সেনাবাহিনীর মধ্যকার সঙ্ঘাতের স্থানগুলো পরিদর্শন করেছেন। তিনি সুড়ঙ্গে নয় বরং মাটির ওপরে আন্দোলনটির যোদ্ধাদের কয়েকজনের সাথে সাক্ষাত করেছেন।
সূত্রটি দাবি করে, সিনওয়ার ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নন।’