সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে স্কুলে যাওয়ার গাড়ির ভেতর আটকা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মোহাম্মদ মুনতাসির (৭) নামে এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (০৬ মে) শারজাহতে স্কুলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৭ মে) তাকে দাফন করা হয়েছে।
মুনতাসিরের বাবা আমিরাতে কর্মরত প্রকৌশলী মোহাম্মদ রিয়াজ। মুনতাসির শারজাহর ইবনে সিনা স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
এ ব্যাপারে শারজাহর আল ওয়াসিত পুলিশ স্টেশনে একটি মামলা নথিভুক্ত হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকালে মুনতাসিরকে তার অভিভাবকরা শারজাহ জুলেখা হাসপাতালের পেছনের তাদের বাসা থেকে এক নারীর গাড়িতে তুলে দেন। ওই নারী মুনতাসিরসহ আটজন শিক্ষার্থীকে প্রতিদিন স্কুলে নিয়ে যান।
গাড়িটি স্কুলে পৌঁছালে অন্যান্য শিশুরা নেমে পড়লেও মুনতাসির ঘুমে থাকায় নামতে পারেনি। এ অবস্থাতেই ওই নারী গাড়ি নিয়ে বাসায় ফিরে আসেন। পরে যথারীতি ওই নারী স্থানীয় সময় বিকেল ৩টার দিকে স্কুল থেকে অন্যান্য বাচ্চাদের আনতে গেলে গাড়ির ভেতরে মুনতাসিরের নিথর দেহ তার চোখে পড়ে। শিশু মুনতাসির কতক্ষণ ভেতরে ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার শারজাহতে প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সরাসরি সূর্যের নিচে ওই গাড়িটি পার্ক করা ছিল। আর লক করা গাড়ির ভেতরে তাপমাত্রা ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানান বিশেষজ্ঞরা।
এদিকে, শিশু মুনতাসিরের মা সন্তানের প্রিয় খাবার রান্না করে অপেক্ষায় ছিলেন। তিনি সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার বদলে পেলেন তার মরদেহ।
অন্যদিকে, গাড়িটির চালক ওই নারীকে আটক করেছে সেখানকার পুলিশ।