ভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের পর শিরোপা উদযাপনের খুব একটা সময় পাচ্ছে না চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
সদ্য সমাপ্ত বিশ্বকাপের রানার্স-আপ ভারতের বিপক্ষে দিন দুয়েক পরই মাঠে নেমে যেতে হবে বিশ্বজয়ীদের। গত রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আর আগামী ২৩ নভেম্বর শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আগেই জানানো হয়েছিল, অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যই থাকবেন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে। আসন্ন সিরিজে নেতৃত্ব সামলাবেন ম্যাথু ওয়েড। এ ছাড়া বিশ্বকাপ স্কোয়াডে থাকা ৮ সদস্য-শন অ্যাবট, ট্রাভিস হেড, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা রয়েছেন ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঘোষিত টি-টোয়েন্টি সিরিজের দলে।
অবশ্য শেষ মুহূর্তে এসে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। তার পরিবর্তে দলে ঢুকেছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি। ওয়ার্নার এবারের বিশ্বকাপে অজিদের হয়ে সর্বোচ্চ রান করেছেন। ৪৮.৬৩ গড়ে ৫৩৫ রান করে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ধারণা করা হচ্ছে, বিশ্রাম নিতেই নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়ার্নার।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, সফলভাবে বিশ্বকাপ জেতার পর দেশে ফিরে আসছেন ডেভিড ওয়ার্নার। আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে অজিরা। এরপর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এই দুটি প্রতিযোগিতায় ওয়ার্নার খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন।
সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে স্তব্ধ করে দিতে পেরেছে অস্ট্রেলিয়া। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ওঠা ভারতের বিপক্ষে অজিদের এই জয় নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। জোড়া হার দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার। এরপর টানা নয় জয়ে চ্যাম্পিয়ন। ২০০৩ সালের পর আরও একবার ভারতকে হারিয়ে শিরোপা উৎসব করে অস্ট্রেলিয়া।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল:
ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যারন হার্ডি, জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট, টিম ডেভিড, নাথান এলিস, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্ঘা, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা।