আইপিএল শুরুর ১৮ দিন আগে বড় বদল সানরাইজার্স হায়দ্রাবাদের।
আসন্ন আইপিএলের আগেই গত মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদকে নেতৃত্ব দেওয়া এইডেন মার্করামকে সরিয়ে ২০২৩ একদিনের বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে অধিনায়ক করলো দলটি।
আইপিএলে আগে কখনও নেতৃত্ব দেননি কামিন্স, এমনকি শীর্ষ পর্যায়ের কোনো টি-টোয়েন্টি ক্রিকেটেও নয়। তবে গত বছর অস্ট্রেলিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ জিতিয়ে নজর কাড়েন অস্ট্রেলিয়া অধিনায়ক।
আন্তর্জাতিক ক্রিকেটে মনোনিবেশ করতে ২০২৩ সালের আইপিএল থেকে নাম প্রত্যাহার করেন কামিন্স। এবারের নিলামে তার চাহিদা এতটাই বেশি ছিল যে, ২০ কোটি ৫০ লাখ রুপিতে তাকে কিনে নেয় হায়দ্রাবাদ। যদিও সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে তারই অস্ট্রেলিয়া সতীর্থ মিচেল স্টার্ক কয়েক ঘণ্টার ব্যবধানে তাকে ছাড়িয়ে যান, ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স কিনে নেয়।
হায়দ্রাবাদের বর্তমান প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি জাতীয় দলে কামিন্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। তাকে নেতৃত্ব দেওয়ার অন্যতম কারণ মনে করা হচ্ছে এই বিষয়টিকে। তাছাড়া গত দুই মৌসুম ধরে দলটির নেতৃত্ব দেওয়া মারক্রাম হতাশ করেছেন। যদিও এসএ টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপকে টানা দুইবার শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার।
তিন মৌসুমে হায়দ্রাবাদের তৃতীয় অধিনায়ক হচ্ছেন কামিন্স। ২০২২ সালে কেন উইলিয়ামসনের নেতৃত্বে আটে থেকে টুর্নামেন্ট শেষ করে দলটি। আর মারক্রামের অধিনায়কত্বে গত বছর ১৪ ম্যাচে মাত্র চারটি জিতে শেষ দল ছিল তারা।
আগামী ২৩ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএল শুরু করবে হায়দ্রাবাদ।