সেই ১৯৯০ সাল থেকে শুরু এরপর কেটে গেছে এতগুলো বছর কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচও জেতেনি বাংলাদেশ।
অবশেষে সেই খরা তারা কাটিয়েছে গেল পরশু দেশটির নেপিয়ারে ৯ উইকেটের উড়ন্ত এক জয়ে। যা তাদের অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিকে এনে দিয়েছে দারুণ খুশির এক উপলক্ষ।
গেল শনিবার সফরকারী বাংলাদেশ দলের পেস আগুনে পুড়ে ৩১.৪ ওভারে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিক কিইউদের ইনিংস যা টাইগাররা অতিক্রম করে যায় ১৫.১ ওভারে মাত্র ১ উইকেটের খরচায়।
সংগত কারণেই রোববার [২৪ ডিসেম্বর] হোম অব ক্রিকেট মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্তোষ প্রকাশে কার্পণ্য দেখালেন না বিসিবি’র ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান, মোহাম্মদ জালাল ইউনুস।
তিনি বলেন, ‘স্বস্তি ঠিক না, ডেফিনিটলি আমরা সবাই পারফরম্যান্সে খুশি। আমরা অনেকদিন ধরেই ট্রাই করছি নিউজিল্যান্ডে গিয়ে অ্যাওয়ে সিরিজে নিউজিল্যান্ডকে হারাতে পারি নাই, বলছিলেন জালাল ইউনুস।
‘এই আক্ষেপ আমাদের না, প্লেয়ারদের যারা খেলতে যায় তাদেরও নিশ্চয়।. গত বছর আমরা টেস্ট খেলেছি, ওডিআইটা আমরা অনেকবার চেষ্টা করেছি।’
অবশ্য ম্যাচটি জিতে শুধুই সান্ত্বনা বই আর কিছুই পায়নি নাজমুল হাসান শান্ত নেতৃত্বাধীন টিম বাংলাদেশ। কেননা প্রথম দুই ম্যাচ জিতে সিরিজটি আগেই ২-১ এ নিজেদের করে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।
একই শহরে আগামিকাল থেকে শুরু হচ্ছে দলটির তিন ম্যাচ সিরিজের টি টোয়েন্টি।