আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেলেন সাকিব আল হাসান।
আঙ্গুলের ইনজুরির কারণে চলমান বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। মঙ্গলবার সাকিবের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের বদলি খেলোয়াড় হিসেবে দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। আইসিসির টেকনিক্যাল কমিটি বিজয়কে দলে নেওয়ার বিষয়টিতে অনুমোদন দিয়েছে।
বাংলাদেশের হয়ে সবশেষ সেপ্টেম্বরে এশিয়া কাপে মাঠে নেমেছিলেন বিজয়। সে ম্যাচে ভারতের বিপক্ষে ১১ বলে ৪ রান করেন এই ডানহাতি। তবে এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে আর দলে জায়গা পাননি তিনি।
স্বাভাবিকভাবেই বিশ্বকাপের স্কোয়াডেও তাকে বিবেচনায় নেওয়া হয়নি। বরং তরুণ তানজিদ হাসান তামিমেই আস্থা রাখে টাইগাররা। এবার সাকিবের চোটে কপাল খুলল তার।
বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে গেলেও বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটা বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। অথচ এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দল থেকে ছিটকে পড়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপে শেষ ম্যাচে অধিনায়ককে ছাড়াই খেলতে হচ্ছে বাংলাদেশকে।
বিশ্বকাপে গত সোমবার শ্রীলংকার বিপক্ষে ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ের সময় বাঁ-হাতের আঙুলে চোট পান তিনি। এরপর বল করে নিজের কোটা পূরণ করেছিলেন এ অলরাউন্ডার। যদিও ৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সাকিব। তবে মঙ্গলবার বিসিবি থেকে জানানো হয়, আঙ্গুলের ইনজুরির কারণে বিশ্বকাপে আর খেলা হচ্ছে না টাইগার অধিনায়কের। এ নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ-হাতের তর্জনীতে আঘাত পায়। পরে হাতে টেপ পেঁচিয়ে ও ব্যথানাশক ওষুধ খেয়েই সে ব্যাটিং চালিয়ে গিয়েছিল।
বিসিবির ফিজিও যোগ করেন, পরবর্তীতে ম্যাচ শেষে দিল্লিতে তার হাতে জরুরি এক্স-রে করা হয়। যেখানে নিশ্চিত হয় তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরা পড়ে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। তাই নিউজিল্যান্ড সিরিজে তাকে পাওয়া নিয়েও শঙ্কা জেগেছে। গতকালই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরেছেন সাকিব।
আগামী ২১ নভেম্বর নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের প্রথম টেস্ট মাঠে গড়াবে। সিরিজের পরের টেস্ট ৬ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গড়াবে। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজের জন্য ইতোমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের মাঝেও ইনজুরিতে পড়েছিলেন সাকিব। যার কারণে ভারতের বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসেছিলেন টাইগার অধিনায়ক। এবারের ইনজুরির ফলে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন তিনি। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে তাদের আর একটি ম্যাচ রয়েছে। আগামী শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এদিকে ‘টাইমড আউট কান্ডের’ পর শ্রীলংকার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে যা লংকানদের বিপক্ষে প্রথম জয় ছিল। শ্রীলংকার বিপক্ষে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব।
চলতি বিশ্বকাপই সাকিবের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে আশানুরূপ খেলতে পারেননি এই অলরাউন্ডার। ৭ ম্যাচে ব্যাট হাতে করেছেন ১৮৬ রান। শ্রীলংকার বিপক্ষে ৮২ রানের ইনিংসটাই সেরা। বল হাতে নিয়েছেন ৯ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে ৩০ রানে ৩ উইকেট শিকারই সেরা বোলিং ফিগার।