এশিয়া কাপে জর্ডানকে হারিয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে কাতার।
বিশ্বকাপ ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দেয় স্বাগতিকরা।
লুসাইল স্টেডিয়ামে ৮৬,৪৯২ জন সমর্থকের সামনে কাতার পঞ্চম দল হিসেবে পরপর এশিয়ান শিরোপা জিতলো।
স্বাগতিকরা তিনটি গোলই পেয়েছে পেনাল্টি থেকে এবং তিনটি গোলই করেন আকরাম আফিফ।
ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি স্পট থেকে কাতারের প্রথম গোল করেন আফিফ। ৬৭ মিনিটে জর্ডানের খেলোয়াড় ইয়াজান আল নাইমাত গোল করে সমতা ফেরান।
ছয় মিনিট পর আবার আফিফের পেনাল্টি থেকে কাতার ২-১-এ এগিয়ে যায়। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে তৃতীয়বারের মতো পেনাল্টি থেকে গোল পায় কাতার। গোল করেন আফিফ।
২০১৯ সালের ফাইনালে জাপানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার এশিয়ান কাপ জয় করে কাতার। শনিবার জর্ডানকে হারানোয় পঞ্চম দেশ হিসেবে পরপর দুবার এশিয়ান কাপ জয়ের কীর্তি গড়ল তারা।