লিওনেল মেসি ও পাওলো দিবালাকে ছাড়াই খুব সহজে এল সালভাদরকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
ফিলাডেলফিয়ায় ৩-০ গোলের ব্যবধানে জেতা ম্যাচের পুরো সময়েই দাপট দেখিয়েছে লিওনেল স্কালোনির দল।
ম্যাচের শুরু থেকেই দুই দলের ব্যবধানটা বুঝিয়ে দেন আর্জেন্টাইনরা। ফিফা র্যাংকিংয়ে ৮১ নম্বরে থাকা এল সালভাদরের রক্ষণে একের পর এক আক্রমণ করতে থাকে তিনবারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের প্রথমার্ধের ১৬ মিনিটেই প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা। দলকে এগিয়ে নেন ক্রিস্তিয়ান রোমোরো। অ্যাঞ্জেল ডি মারিয়ার কর্নারে নিখুঁত হেডে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন টটেনহ্যাম হটস্পার ডিফেন্ডার রোমেরো।
২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল। তবে ডি মারিয়ার জোরাল শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক। চার মিনিট পর আরেকটি ভালো সুযোগ পান লো সেলসো, কাজে লাগাতে পারেননি। তবে বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করেন এনসো ফের্নান্দেস। লো সেলসোর শট সালভাদরের একজনের গায়ে লেগে বল চলে যায় দূরের পোস্টের কাছে, গোলমুখে ছুটে গিয়ে অনায়াসে বাকি কাজ সারেন চেলসি মিডফিল্ডার ফের্নান্দেস।
দুই মিনিট পর ব্যবধান আরও বড় হতে পারতো। তবে লো সেলসোর জোরাল শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দলকে লড়াইয়ে রাখেন সালভাদর গোলরক্ষক মারিও গনসালেস।
প্রথমার্ধে একবারই গোলের লক্ষ্যে শট নিতে পেরেছিল এল সালভাদর। দ্বিতীয়ার্ধেও লড়াই চলে একইরকম। ৫২তম মিনিটেই ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেসের পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার লো সেলসো।
৫৯তম মিনিটে দি মারিয়ার জোরাল শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। সাত মিনিট পর মুহূর্তের ব্যবধানে আরও দুটি সেভ করেন গনসালেস, রুখে দেন লো সেলসো ও দি মারিয়ার প্রচেষ্টা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় আগামী বুধবার (২৭ মার্চ) লস অ্যাঞ্জেলসে আরেকটি প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।