এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নেমেছিল আল নাসর।
বুধবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এ ম্যাচটি ছিল আল ফাইহার বিপক্ষে, এ ম্যাচের আগে দলটির সঙ্গে কোনো গোল ছিল না ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে এবার আর পর্তুগিজ মহাতারকাকে রুখতে পারেনি ফাইহা।
ম্যাচের ৮১ মিনিটে গোল করেছেন, ১-০ গোলে জিতিয়েছেন আল নাসরকে। এ বছরে রোনালদোর প্রথম গোল ছিল এটিই। রোনালদোর ক্লাব ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ ছিল এটি।
যদিও ম্যাচের প্রথমার্ধে ভালো একটি সুযোগ হাতছাড়া করেছিলেন রোনালদো। ম্যাচের শেষ দিকে করা গোলটিও ছিল চোখ ধাঁধানো। এই গোলেই ম্যাচের ফল নির্ধারণ হয়ে যায়। আল ফাইহাকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে রইল আল নাসর।
মৌসুমের মাঝ বিরতিতে গত মাসে চীন সফরে গিয়ে পেশিতে চোট পান রোনালদো। ফলে দেশটিতে নিজেদের দুটি প্রীতি ম্যাচ স্থগিত করে দেয় আল নাসর।
পরে দেশে ফিরে রিয়াদ সিজন কাপে লিওনেল মেসির ইন্টার মিয়ামির বিপক্ষে আল নাসরের ৬-০ গোলে জয়ের ম্যাচে রোনালদো খেলতে পারেননি। এবার প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরে রোনালদো ও তার দলের শুরুটা বেশ ভালোই হলো।
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ারে ১,০০০ ম্যাচের মধ্যে রোনালদো সবচেয়ে বেশি ৪৩৮ ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩৪৬, জুভেন্তাসের হয়ে ১৩৪, স্পোর্টিং লিসবনের হয়ে ৩১ ও আল নাসরের হয়ে ৫১ ম্যাচ খেলেছেন তিনি।
গত বছরের ডিসেম্বরে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১২০০তম ম্যাচ খেলার মাইলফলকও গোল করে রাঙিয়েছিলেন রোনালদো।