বল হাতে আফগানিস্তানকে ধসিয়ে দিয়েছে সাকিব আল হাসানের দল। মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানরা। এই রান তাড়া করতে নেমে ৯২ বল ও ৬ উইকেট জয় তুলে নেয় টাইগাররা।
ম্যাচ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেছেন, ‘আমি খুব খুশি।’ ‘আমাদের বিশ্বাস ছিল, উইকেট নিতে পারলে ঘুরে দাঁড়াতে পারব। কয়েকজন খেলোয়াড়ের জন্য এটা সহজ ছিল না। কিন্তু যেভাবে আমরা ব্যাটিং ও বোলিং করেছি, আমি খুশি।’
সাকিব বলেছেন, ‘এখানে আমরা অনুশীলন করে যাচ্ছি। জিততে চাইলে (কঠিন আউটফিল্ডের) সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের তিন-চারজন ফাস্ট বোলার আছে। তারা যেকোনো ম্যাচেই পার্থক্য গড়ে দিতে পারে। এটা লম্বা একটা টুর্নামেন্ট। আমি আশা করছি, তারা পরের ম্যাচগুলোয় আরও ভালো বোলিং করবে।’
জয়ের জন্য মিরাজকে কৃতিত্ব দিলেন সাকিব, ‘মেহেদী (মিরাজ) ভালো খেলছে। ড্রেসিংরুমে আরেকজন আছে শান্ত। তারা সব সময়ই দলের জন্য ভালো খেলতে উন্মুখ থাকে।’