এবারের বিশ্বকাপে দারুণ ফর্মে আছে স্বাগতিক ভারত। তিন ম্যাচে খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে রোহিত শর্মা বাহিনী। ফলে তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনাও জোরালো হয়েছে। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে আছে বাংলাদেশ। সাকিবের দলের সামনে এখন বড় চ্যালেঞ্জ উড়তে থাকা ভারত। আগামীকাল পুনেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।
এর মধ্যে ভারতের বিপক্ষে ম্যাচটি সামনে রেখে বাংলাদেশকে নিয়ে এক ঘোষণা দিলেন পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি। সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) তিনি বলেছেন, ভারতকে হারাতে পারলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেটে যাবেন তিনি।
গত ১৪ অক্টোবর বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যেখানে ভরাডুবি ঘটেছে পাকিস্তানের। একপেশে ম্যাচে হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। একদিনের বিশ্বকাপে আটবারের দেখায় কখনো ভারতকে হারাতে পারেনি ম্যান ইন গ্রিনরা। যা নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানের সমর্থকরা। ‘ভীতু’ বাবর আজমদের কাঠগড়ায় তুলছেন দেশটির সাবেক ক্রিকেটাররাও।

Pakistani actress will go on a date with Shakib if India loses
এর মধ্যেই বাংলাদেশকে দিয়ে পাকিস্তানের প্রতিশোধ নিতে চাইছেন কিছু সমর্থক। এই যেমন পাক অভিনেত্রী সেহার শিনওয়ারির ভরসায় বাংলাদেশ। ক্রিকেট নিয়ে বরাবরই একটু আবেগী হায়দরাবাদে জন্ম নেওয়া এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। পাকিস্তানের হারের শোকের মধ্যেই এক টুইটবার্তায় ঘোষণা দিয়েছেন, ‘ইনশাআল্লাহ আমার বাঙালী বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।’
ডেট করার ঘোষণা দিয়েই থেমে থাকেননি সেহার। বাংলাদেশের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি, ‘ভারতকে হারাতে যাচ্ছে বাংলাদেশ। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখ এবং পরে দরকার হলে আমাকে দেখিও।’

Pakistani actress will go on a date with Shakib if India loses
অবশ্য অভিনেত্রীর এমন টুইটকে খোদ পাকিস্তানের অনেক সমর্থকই তেমন গুরুত্ব দেননি। তারা সেহারকে আগের টুইটগুলোর কথা মনে করিয়ে দিয়েছেন, ‘তুমি তো আগেরবার বলেছিলে টুইটার ছেড়ে দেবে। মিথ্যুক।’ অন্য একজন বলেছেন, ‘আগে বাবর আজমের বিরুদ্ধে এফআইআর করো।
উল্লেখ্য, গত এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের হারের পর বাবর আজমকে হুমকি দিয়ে টুইট করেছিলেন সেহার, ‘আমি বাবর আজম ও তার দলের বিরুদ্ধে এফআইআর দাখিল করব। কারণ তারা ক্রিকেট না খেলে জাতির আবেগ নিয়ে খেলে।’