আইফোন উন্মোচিত হয় ২০০৭ সালে। সেই আইফোনের বয়স এখন ১৬ বছর। অ্যান্টিকের মর্যাদা না পেলেও পুরনো দিনের আইফোনের কদর রয়েছে।যুক্তরাষ্ট্রের এক নিলামে ৪ গিগাবাইট র্যামসংবলিত আইফোন বিক্রি হয়েছে এক লাখ ৯০ হাজার ডলারে।টাকার হিসাবে এর দাম দুই কোটি সাড়ে ছয় লাখ টাকা। আসল দামের চেয়ে এটি ৪০০ গুণ বেশি দামে বিক্রি হয়েছে।আইফোনটির আসল দাম ছিল ৫৯৯ ডলার (৬৫ হাজার টাকা)। এলসিজি অকশন কম্পানি আয়োজিত নিলামে অংশ নেয় ২৮ জন।