
ইলন মাস্ক ও টুইটার-
রয়টার্স ফাইল ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার তাঁদের লোগোর পরিবর্তন করেছে। সবার সুপরিচিত নীল পাখির লোগোর পরিবর্তে বর্তমানে দেখা যাচ্ছে ইংরেজি লেটার এক্স ( X ) Twitter এ দৃশ্যমান হচ্ছে।
গত ২৩ জুলাই ২০২৩ ইং ইলন মাস্ক এর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে নতুন লোগো নিয়ে হাজির হয়েছেন টুইটার।
And soon we shall bid adieu to the twitter brand and, gradually, all the birds
— Elon Musk (@elonmusk) July 23, 2023
লিন্ডা ইয়াকারিনো এক টুইট বার্তায় সান ফ্রানসিসকোতে টুইটারের অফিসের ওপর প্রজেক্ট করা নতুন লোগোর একটি ছবি প্রকাশ করে জানান ‘এক্স চলে এসেছে! আসুন আমরা এগিয়ে যাই’।
সম্প্রতি মাস্ক বলেছেন, টুইটারের ক্যাশ ফ্লো বা অর্থের প্রবাহ এখনো নেতিবাচক ধারায় প্রবাহিত হচ্ছে, এবং কোম্পানির বিজ্ঞাপনী রাজস্ব ৫০ শতাংশ কমেছে এবং সেই সঙ্গে কোম্পানির ঋণও অনেক বেশি।যদিও মার্চে মাস্ক বলেছিলেন, জুনের মধ্যে কোম্পানির ক্যাশ ফ্লো ইতিবাচক ধারায় আসবে।
লোগো পরিবর্তনের এই সিদ্ধান্ত কে অযাচিত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
গত ২৩ তারিখ নিজের টুইট অ্যাকাউন্টে লোগো পরিবর্তনের ঘোষণা দেন মাস্ক। সেই সঙ্গে নিজের লাখ লাখ অনুসারীদের কাছে জানতে চান, টুইটারের রং নীল থেকে পরিবর্তন করে কালো করা হলে কেমন হবে। কালো জমিনে এক্স-এর সুদৃশ্য একটি রূপরেখাও প্রকাশ করেন তিনি।
মাস্ক তার টুইট এ আরও বলেন, ‘শিগগিরই আমরা টুইটারের ব্র্যান্ডকে বিদায় জানাব; ধীরে ধীরে সব পাখিকেও আকাশে উন্মুক্ত করে দেয়া হবে।’
মাস্ক টুইটারের দায়িত্ব গ্রহণ করার পর থেকে এই সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট মডারেশনে অনেক শিথিলতা এসেছে। বিজ্ঞাপনদাতারা সে কারণেও টুইটার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে রয়টার তাঁদের এক খবরে প্রকাশ করে।
গত বছরের অক্টোবর মাসে মাস্ক বলেন, ‘এক্স’ অ্যাপ তৈরি করার জন্যই টুইটার কেনা হয়েছে।