সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এ আয়োজন করে।
শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দূতাবাসের মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধা। এসময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া সৌদি আরবের বাংলাদেশ কমিউনিটির দুটি স্কুল ও কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কয়েকশত শিশু কিশোর ও রিয়াদে বসবাসরত অভিবাসীরা অংশ নেয়।
মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধা শহীদ শিশু শেখ রাসেলের প্রতি গভীর ভালোবাসা বুকে ধারণ করে প্রবাসের শিশু কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
তিনি বলেন, জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ছিল এক প্রাণবন্ত, উজ্জ্বল সম্ভাবনাময় শিশু যে জাতির পিতার সান্নিধ্যে একজন আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠছিল। ঘাতক চক্র এই অমিত সম্ভাবনার শিশু শেখ রাসেলকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও পরিবারের অধিকাংশ সদস্যদের সঙ্গে নির্মমভাবে হত্যা করে।
মিশন উপপ্রধান বলেন, শহীদ শেখ রাসেল আজ শিশু কিশোরসহ বাংলাদেশের সব মানুষের কাছে গভীর ভালোবাসার নাম। তিনি সৌদি আরবে বেড়ে ওঠা সব শিশু কিশোরকে জাতির পিতার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে জীবন গঠনের পরামর্শ দেন ।
তিনি আশা প্রকাশ করেন আজকের শিশুরাই আগামীর উন্নত বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে।
শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে মিশন উপ্রপধান নিয়ে কেক কাটেন। এসময় দূতাবাসের অডিটোরিয়ামে শিশু কিশোরদের নিয়ে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।