টিকটক থেকে নিজেদের লাখ লাখ গান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক কোম্পানি ইউনিভার্সাল মিউজিক।
বুধবার (৩১ জানুয়ারি) টিকটকের সঙ্গে ইউনিভার্সাল মিউজিকের চুক্তি শেষ হতে যাচ্ছে। শিল্পীদের ক্ষতিপূরণ এবং এআইসহ (কৃত্রিম বুদ্ধিমত্তা) বিভিন্ন সমস্যা নিয়ে টিকটকের সঙ্গে নতুন করে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ইউনিভার্সাল। এর ফলে, টিকটক থেকে তাদের সব গান সরিয়ে নিচ্ছে কোম্পানিটি।
অর্থাৎ, ফেব্রুয়ারি থেকে টিকটকে টেইলর সুইফট, দ্য উইকেন্ড ও ড্রেকের মতো জনপ্রিয় শিল্পীদের গান আর ব্যবহার করার সুযোগ থাকবে না।
টিকটকের বিরুদ্ধে “বুলিংয়ের” অভিযোগ তুলে ইউনিভার্সাল বলেছে, তাদের বিশাল গানের ভাণ্ডারে প্রবেশাধিকার পেতে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম যে পরিমাণ অর্থ দেয়, সে তুলনায় খুবই সামান্য অর্থ পরিশোধ করতে চেয়েছিল বাইটড্যান্স মালিকানাধীন কোম্পানিটি।
কোম্পানিটি বলেছে, “৩১ ডিসেম্বর টিকটকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে নিজস্ব কনটেন্টের লাইসেন্স দেওয়া বন্ধ করে দেবে।”
এর বিপরীতে টিকটক বলেছে, “ইউনিভার্সাল ভুল তথ্য দিয়ে একটি বানোয়াট গল্প উপস্থাপন করছে।”
টিকটকের দাবি, “ইউনিভার্সাল মিউজিক গ্রুপ যে শিল্পী ও গীতিকারের স্বার্থের চেয়ে নিজস্ব লোভকে বড় করে দেখছে, তা খুবই দুঃখজনক ও হতাশাজনক।”
কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ইউনিভার্সালের গান সরিয়ে নেওয়ার প্রথম ঘটনা এটি।
কোনো স্ট্রিমিং সাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিউজিক কোম্পানির গান বাজানো হলে তারা এর জন্য একটি রয়্যালটি পেয়ে থাকে।
ইউনিভার্সাল মিউজিক বলছে, গোটা বিশ্বে একশ’ কোটিরও বেশি টিকটক ব্যবহারকারী রয়েছে। তবে, ইউনিভার্সালের সামগ্রিক আয়ের মাত্র ১% আসছে টিকটক থেকে।
বিশ্বের সংগীত খাতের এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করা ইউনিভার্সাল শিল্পী ও গীতিকারদের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে দাবি করেছে, “দিন শেষে টিকটক এমন মিউজিকভিত্তিক ব্যবসা গড়ে তোলার চেষ্টা করছে, যেখানে তারা মিউজিকের জন্য ন্যায্যমূল্যই পরিশোধ করছে না।”
ইউনিভার্সাল আরও বলেছে, তারা শিল্পী ও গীতিকারদের ন্যায্য ভর্তুকি দিতে চাপ সৃষ্টির পাশাপাশি এআইয়ের ক্ষতিকারক দিক থেকে শিল্পীদের সুরক্ষা ও অনলাইনে টিকটক ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত।
বৈশ্বিক সংগীত খাতে ইউনিভার্সাল বেশ প্রভাবশালী, যেখানে বিটলস, এলটন জন ও কোল্ডপ্লে থেকে শুরু করে অ্যাডেলে, বিটিএস ও ব্ল্যাক পিংকের মতো বাঘা বাঘা শিল্পী ও ব্যান্ডের গানের স্বত্ব তাদের দখলে।
এছাড়া, ব্রিটিশ গীতিকার এলিস-বেক্সটরের “মার্ডার অন দ্য ডান্সফ্লোর” গানের স্বত্বও ইউনিভার্সালের কাছে, যা সম্প্রতি টিকটকে ব্যাপক আলোড়ন তুলেছে।
এদিকে, গত বছরের জুলাইয়ে টিকটকের সঙ্গে নতুন লাইসেন্সিং চুক্তি করেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মিউজিক রেকর্ড কোম্পানি ওয়ার্নার মিউজিক।