১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘কোক স্টুডিও বাংলা লাইভ ২.০’ কনসার্ট। বিকাল ৩টায় ‘বাংলাদেশ আর্মি স্টেডিয়াম’ থেকে সরাসরি কনসার্টটি সম্প্রচার করবে বিনোদন প্ল্যাটফর্ম টফি। এর মাধ্যমে কোক স্টুডিও বাংলার জনপ্রিয় শিল্পীদের মুগ্ধকর পরিবেশনা সারা দেশের সংগীত প্রেমীদের কাছে পৌঁছে যাবে।
একই দিন সন্ধ্যা ৭টা থেকে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ কনসার্ট সরাসরি সম্প্রচার করা হবে এই অ্যাপে। ১৯৯৩ সাল থেকে সমসাময়িক বাংলা গানের সাথে নচিকেতার তিন দশকের অসাধারণ পথ চলার উদযাপন উপলক্ষ্যে এই কনসার্টের আয়োজন করা হয়েছে।
ঘরে বসেই দেশের সকল প্রান্তের শ্রোতাদের তাদের প্রিয় শিল্পীদের সুর ও ছন্দ উপভোগ করার সুযোগ করে দিচ্ছে টফি। এই দুইটি কনসার্ট উপলক্ষে টফি-এর শীর্ষ ১০০০ জন দর্শক পাবেন এক্সক্লুসিভ অ্যাক্সেস কুপন। যা তাদের সম্পূর্ণ বিনামূল্যে টফিতে ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ উপভোগ করার বিশেষ সুযোগ দেবে।
টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, টফি-তে, আমরা ব্যবহারকারীদের বিনোদনের অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে কন্টেন্টে বৈচিত্র্য আনার চেষ্টা করি। সেই ধারবাহিকতায় কনসার্ট দুইটি সরাসরি সম্প্রচার করবে টফি। এই উদ্যোগের মাধ্যমে সারা দেশের দর্শকরা তাদের ঘরে বসেই আকর্ষনীয় লাইভ মিউজিক পারফরমেন্স উপভোগ করতে পারবেন। বিনোদনের অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় উন্নীত করতে আমরা আশাবাদী।