বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফের দীর্ঘ অপেক্ষার ছবি ‘গণপথ: এ হিরো ইজ বর্ন’। এ সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চন ও কৃতি শ্যানন। আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।
এদিকে ছবি আগে গতকাল মুম্বাইয়ের আইকনিক গেইটি গ্যালাক্সি সিনেমা হলে ছিল বিশেষ এক অনুষ্ঠান। শেখানে উপস্থিত হন এই অভিনেতা।
অনুষ্ঠানে টাইগার শ্রফ জানান, তাকে প্রায়ই বিভিন্ন অ্যাকশন ছবিতে দেখা যায়। সব ছবিতে তিনি অ্যাকশনের আলাদা আলাদা স্তর উন্মোচন করছেন। আগামীতে এটা চালু রাখবেন তিনি। এছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে তিনি এর আগে স্ক্রিন শেয়ার করার পাননি। তবে এই ছবির মাধ্যমে তার ইচ্ছা পূরণ হয়েছে।

Tiger with Big B for the first time, storming the shores of the Arabian Sea!
কৃতি শ্যানন জাতীয় পুরস্কার পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে টাইগার বলেন, ২০১৪ সালে হিরোপান্তি ছবিটি করার সময়ে যে বাচ্চা প্রকৃতির কৃতিকে দেখেছিলাম, এখনও তিনি একই আছেন।
এদিকে সেদিন ছবির একটি গানও মুক্তি পায়। যা আগে কোথাও মুক্তি পায়নি। ফ্যানেদের জন্য এই গান অভিনেতা উপহার হিসাবে দিয়েছেন। এসময় মার্শাল আর্ট শেখে এমন পাঁচ খুদে ফ্যানদের হাতে মেডেল ও ছবির মার্চেনডাইজ টি-শার্ট উপহার হিসাবে তুলে দিয়েছেন।