সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। গতকাল সোমবার রাতে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। তিনি বলেন, খালেদা জিয়ার লিভার সিরোসিসের কারণে হৃদ্যন্ত্র ও কিডনির জটিলতা বেড়েছে। এ কারণে তার স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটেছে।
খালেদা জিয়াকে গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগেও তিনি কয়েকবার সিসিইউতে ভর্তি হয়েছেন।
বিএনপি নেত্রীর মেডিকেল বোর্ডের সদস্যরা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, খালেদা জিয়ার জীবন ঝুঁকির মধ্যে আছে। তারা তাকে বিদেশে নিয়ে লিভার প্রতিস্থাপনের জন্য চিকিৎসার পরামর্শ দিয়ে আসছে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছেন। কিন্তু এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দারের করা আবেদন নাকচ করে দিয়েছে সরকার।