যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় অতন্ত্র প্রহরীর মতো মাঠে আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।
বুধবার রাজধানীর ঢাকা-১৪ আসনের মিরপুর ও গাবতলী এলাকায় অবস্থান কর্মসূচি পালনকালে তিনি এ কথা বলেন। এ দু’টি এলাকায় বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যুবলীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত হয়।
নিখিল বলেন, আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আমাদের হাজারো নেতাকর্মীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সকাল থেকে রাত অবধি রাজপথে থাকছি। জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। বিএনপি-জামায়াত একটা সন্ত্রাসী দল, তাদের এই সন্ত্রাসী কর্মসূচি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ অতন্ত্র প্রহরীর ন্যায় কাজ করছে।
তিনি আরও বলেন, বিএনপি জামায়াত অবরোধের ডাক দিয়ে এখন আর মাঠে নেই। তারা চোরের মতো সাধারণ মানুষের উপর হামলা করছে। গাড়িতে আগুন দিচ্ছে। বিভিন্নভাবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা যুবলীগ তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করতে সর্বদা মাঠে আছি। আমরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।
নিখিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা আরও বেগবান করতে আমরা জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে কাজ করে যাচ্ছি।
গাবতলীতে অবস্থান কর্মসূচি পালনকালে মাইনুল হোসেন খান নিখিলের সাথে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিখা রানী চক্রবর্তী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুরাদ হোসেন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন শিকদার, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সামছুল হক, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মুজিব সারোয়ার মাসুম ও ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের প্রমুখ।