সরকারের চলতি মেয়াদের পাঁচ বছর দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য মন্ত্রিসভার সব সদস্য ও সচিবদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ দেন বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।তিনি বলেন, সব মন্ত্রী ও সব সচিব ওখানে (বৈঠকে) ছিলেন।
দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সব মন্ত্রী মহোদয়, সব সচিবকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা প্রতিবেদন তৈরি করেছি, পাঁচ বছর একত্রে তারা কাজ করেছেন সেজন্য।’গেলো অর্থবছরের মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী এই ধন্যবাদ জানান বলে উল্লেখ কেরেন মন্ত্রিপরিষদ সচিব।
এদিকের মন্ত্রিসভার বৈঠকই কি এই সরকারের মেয়াদের শেষ বৈঠক- এমন প্রশ্নের পরিষ্কার জবাব দেননি মাহবুব হোসেন। তিনি বলেন, এ রকম কোনো তথ্য জানা নেই। তবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় নির্বাচনের তফসিল পরবর্তী কেবিনেটে আইন অনুমোদনে সংবিধানে বাঁধা নেই। এটা রুটিন কাজ। এদিনের বৈঠকে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ২০২৩-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এদিন ছিলো সরকারের বর্তমান মেয়াদে মন্ত্রিসভার ১২৫তম বৈঠক।