জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির অনলাইনে প্রাথমিক আবেদন ২২ জানুয়ারি থেকে শুরু হবে।
রবিবার (১৪ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ জানুয়ারি বিকেল ৪টা থেকে শুরু হয়ে আবেদন চলবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ১০ মার্চ শুরু হবে।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে স্নাতক শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এর আগে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে।