ওয়াহিদা নার্গিস, প্রধান শিক্ষক, খিলগাঁও স্টাফ কোয়ার্টার সরকারি, প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
সপ্তম অধ্যায়
মানবাধিকার
আমাদের সমাজে অহরহ শিশুদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। শিশুদের মানবাধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও।
উত্তর- শিশুদের মানবাধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ নিম্নরূপ : ক) অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। খ) অনেক শিশু ক্ষেত-খামারে, ইটের ভাটায়, দোকানে, কলকারখানায় কাজ করে। এটি মানবাধিকারবিরোধী কাজ। বাংলাদেশে শিশুশ্রম নিষিদ্ধ, তবে ১৪-১৮ বছর বয়সী শিশুকে হালকা কাজে নিয়োগ দেওয়া যায়। গ) পরিবারের সামর্থ্য না থাকায় শহরের অনেক শিশু গৃহহীন হয়ে পড়েছে।
১৬।
রানু তোমার পাশের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে। গৃহকর্ত্রী তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এ ক্ষেত্রে রানুর মানবাধিকার রক্ষায় তুমি কী করতে পারো?
উত্তর :
অনেক সময় শিশুদের বিদেশে পাচার করে দেওয়া হয়। এটি কেমন ধরনের কাজ?
উত্তর : শিশুদের বিদেশে পাচার করে দেওয়া মানবাধিকারবিরোধী কাজ।
শিশুদের মানবাধিকার রক্ষায় আমাদের কী করতে হবে?
উত্তর : শিশুদের মানবাধিকার রক্ষায় আমাদের সচেতন হতে হবে এবং প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে।
রহিমা রাস্তায় মাটি কাটার কাজ করে। তাকে তার মালিক পুরুষ শ্রমিকের তুলনায় কম পারিশ্রমিক দেয়। এতে রহিমার কোন অধিকার লঙ্ঘিত হচ্ছে?
উত্তর : পারিশ্রমিক কম দেওয়ায় রহিমার নারী অধিকার লঙ্ঘিত হচ্ছে।