ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে বর্তমানে রামপুরা থানায় রাখা হয়েছে।
রোববার (২২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১১টার সময় তার খিলগাঁওয়ের বাসার সামনে থেকে তাকে আটক করা হয়।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাজধানীতে নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দুটি পৃথক মামলা রয়েছে। সেই দুই মামলায় ইউনুস মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাকে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
যোগাযোগ করা হলে যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম ঢাকা পোস্টকে বলেন, মাতুয়াইলে সংঘর্ষ, নাশকতার চেষ্টার পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধা। তাকে গ্রেপ্তারের পর আমাদের যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। আজ (সোমবার) দুপুরের পর তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
এ বিষয়ে ঢাকা মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে নিয়োজিত সাইদুর রহমান মিন্টু বলেন, ইউনুস মৃধা সব মামলায় জামিনে আছেন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন মিন্টু।