দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম কর্ণফূলী নদীর তলদেশে স্থাপিত টানেল উদ্বোধন করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন ও জনসভা সফল করার লক্ষে আনন্দ শোভাযাত্রা বের করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগ। শুক্রবার নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে নগরীর অলংকার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে সিটি গেইটে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দীন সাইফুল, সাবেক ছাত্রনেতা সৈয়দ, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বাহাদুর, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সোহেল রানা, আমিরুল ইসলাম শানু, হাবীব খাঁন, ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, যুবলীগ নেতা হোসাইন আহমেদ রুবেল, আলমগীর চৌধুরী আলো, নূর উদ্দিন মিল্টন, সাইফুল ইসলাম রবিন, ফয়সাল মাকসুদ, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা ফারহান সোহেল, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আরিফ মুহাম্মদ হারুনী, পাহাড়তলী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ প্রমুখ।