বিএনপির সঙ্গে এখন আর সংলাপের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এর পেছনে কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, নির্বাচনের জন্য এখন সময় খুবই কম।
আজ বুধবার সকালে ওবায়দুল কাদের সঙ্গে সাক্ষাত করতে সচিবালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন কাদের। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এখন আর সংলাপের সুযোগ নেই বিএনপির সঙ্গে। কারণ সময় খুব কম। তফসিল হয়ে গেলে নির্বাচনের পথে হাঁটবে বাংলাদেশ।
ওবায়দুল কাদের আরও বলেন, সংলাপ যদি করতেই হয়, তবে সেটা হবে শর্তহীন। সেটা আগেই বলেছি।তিনি আর বলেন, সংলাপ যদি করতে হয় সব দলের সাথেই করতে হবে। এক দুটি দলের সাথে করলে তো আর হবে না। কিন্তু সময় খুব অল্প। ইসি তফসিল ঘোষণা করে ফেলবে।