চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পুকে গ্রেফতার করেছে পুুলিশ।
এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজ ইদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া এগারোটায় তাকে গ্রেফতার করা হয়। সে চান্দগাঁও থানার ফরিদাপাড়ার মোহাম্মদ ইউসুফের ছেলে।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, গ্রেফতার ইসমাইলের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, মাদক মামলাসহ ১৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।