গতকাল মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে দিনে দুপুরে বাসে আগুন দেয়া হয়।
আজ বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
জানা যায়, বিএনপি-জামায়াতসহ বিরোধী বিভিন্ন দল ও জোটের ১১তম ধাপের অবরোধ কর্মসূচি শেষ দিনে রাজধানীর ধানমন্ডিতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সোয়া ৯টায় এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এই ঘটনা নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল সোয়া ৯টার দিকে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।