চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন একটি ভোট কেন্দ্রে নির্বাচনী সংঘর্ষে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়া শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীমকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল সোমবার (৮ জানুয়ারি) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যবহৃত সেই অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ নুরুল আবছার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (আজ) সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।