রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি জানান, নাভালনির মৃত্যুর খবর তাঁকে বিস্মিত করেনি, তবে এতে তিনি ক্ষুব্ধ।স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (নাভালনি) সাহসিকতার সাথে দুর্নীতি, সহিংসতা এবং পুতিন সরকারের সমস্ত খারাপ কাজের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। নাভালনির মৃত্যুর জন্য দায়ী পুতিন।’এদিকে পুতিনের এই কট্টর সমালোচকের মৃত্যুর বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিশ্লেষকরা বলছে, নাভালনির মৃত্যুকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে।
শুক্রবার রুশ কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার বিরোধী দলীয় নেতা পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সাই নাভালনি ইয়ামালো-নেনেটস অঞ্চলের কারাগারে কারাগারে মারা গেছেন। তবে নাভালনির মৃত্যুর কারণ নিয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি।৪৭ বছর বয়সী নাভালনি পুতিনের একজন কট্টর সমালোচক ছিলেন। ২০২১ সালের জুনে জেনেভায় পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় বাইডেন বলেছিলেন যে, নালভানির মৃত্যু হলে রুশ প্রেসিডেন্টের জন্য জন্য বিধ্বংসী পরিণতি ডেকে আনবে।
সুত্র: উত্তরণবার্তা